ইচ্ছা পোষণ করলেই আপনি লিখতে পারবেন
[ লিখেছেন: বাহাউদ্দিন ফয়জী ]
আমরা সকলেই চাই কোনো পত্রিকা, ম্যাগাজিন, জার্নাল বা কোনো অনলাইন প্রকাশনায় আমাদের লিখা প্রকাশিত অবস্থায় দেখতে।
কিন্তু এই ইচ্ছা অনেকেরই অপূর্ণ থেকে যায়।
কারণ, লিখা ছাপানোর আগে তো একটি লিখা লেখা প্রয়োজন। আর আমরা তো সেটা করতেই ভয় পাই।
আমাদের অনেকেরই ধারণা যে, আমরা হয়তো ভালো লেখতে পারবো না। যাদের লিখা প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে, তারা হয়তোবা আমাদের থেকে অনেক ভালো লেখে।
আমাদের এই ধারণাটি একেবারেই ভুল।
আপনার লিখা কোনো প্রকাশনায় ছাপানোর জন্যে আপনাকে পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আপনার লিখা প্রকাশের জন্যে শুধুমাত্র দরকার তিনটি বিষয় – (i) ইচ্ছা, (ii) লেখা এবং (iii) সঠিক জায়গায় তা প্রকাশের উদ্দেশ্যে পাঠানো।
ইচ্ছা পোষণ করা যে, আপনি লিখবেন।
তারপর, মাথায় যা কিছুই আসে তা লেখে ফেলা (এবং কয়েকবার তা পড়া অর্থাৎ রিভিশন দেওয়া)।
সবশেষে, লিখাটি কোনো পত্রিকা, ম্যাগাজিন, জার্নাল বা কোনো অনলাইন প্রকাশনাকে পাঠিয়ে দেওয়া।
জি…! কেবলমাত্র এই ছোট তিনটি ধাপ। তারপর লিখাটি ছাপানো হলেই আপনি একজন প্রকাশিত লেখক।
হয়তোবা ভাবছেন, লেখা শুরু করার দ্বিতীয় ধাপটিই তো সবচাইতে কঠিন কাজ।
ভুল।
লেখা শুরু করা যে কঠিন কাজ – এই ধারনাটিই তো ভুল।
এটি মোটেও কঠিন কাজ নয়। বরং পৃথিবীর সহজ কাজগুলোর মধ্যে এটি অন্যতম।
আপনি তো আর কোনো পরীক্ষা দিচ্ছেন না। আপনি তো শুধুমাত্র আপনার মনে যা কিছু আছে সেটাই লিখা আকারে প্রকাশ করছেন। আপনার ভাবনাগুলোকে লিখিত রূপ দিচ্ছেন।
আর আপনার লেখার সময় অন্য কেউ তো লিখাটি পড়ছে না যে আপনাকে সমালোচনার ভয় পেতে হবে।
তাই লিখাটির মান কেমন, লেখা শুরুর আগেই সেটা না ভেবে লেখা শুরু করুন।
প্রথমে আপনার সামনে একটি কাগজ নিন। সাথে তো অবশ্যই একটি কলম নিবেন। তারপর ভাবুন
* কোনো একটি বিষয় যেটি সম্পর্কে আপনি অন্যদের জানাতে চাচ্ছেন। অথবা,
* কোনো বিষয় যেটির বিষয়ে আপনি সচরাচর অন্যদের সাথে আলাপ করেন। অথবা,
* এমন কোনো বিষয় যা আজকাল আপনার চারপাশে বেশ চর্চায় আছে।
ধরে নেই, আপনি আপনার পেশা সম্পর্কে অন্যদের সাথে সচরাচর আলোচনা করেন। এটি সম্পর্কে আপনি এখন অন্যদের জানাতে চান।
ব্যস। হলোই তো। আপনার লিখার বিষয়/টপিক তো পেয়েই গেলেন।
তাহলে এই বিষয়টি নিয়ে লেখা শুরু করে দিন।
শুরুতে এই টপিকটি নিয়ে কয়েকটি পয়েন্ট লেখে ফেলুন। যেমন –
• আপনি কেন আপনার বর্তমান পেশাটি বেছে নিয়েছেন?
• এই পেশার উদ্দেশ্যে আপনার যাত্রা (যেমন – এর পেছনে আপনার পড়াশোনা শুরু থেকে শেষ, ইত্যাদি)
• আপনি কি এই পেশাটি উপভোগ করছেন? যদি করে থাকেন, তাহলে কেন করছেন? যদি না করে থাকেন, তাহলে কেন উপভোগ করছেন না?
• এই পেশায় সাম্প্রতিক সময়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন?
• (সবশেষে) এই পেশায় (i) যারা নতুন এবং (ii) যারা এই পেশায় আসার জন্যে পড়াশোনা করতে চায় – তাদের আপনি কি পরামর্শ দিবেন?
• ইত্যাদি (যদি আরও পয়েন্ট থাকে)।
এবার প্রত্যেকটি পয়েন্টের ব্যাপারে ছোট ছোট তিন-চারটি করে লাইন লেখে ফেলুন। মনে যাই আসুক না কেন, লেখে ফেলুন। কি লেখবেন তা নিয়ে অতিরিক্ত ভাবতে যাবেন না। মনের খুশি মতো লেখুন।
এবার পুরো লিখা শেষ হলে একবার লিখাটি আবার পড়ুন।
পড়া শেষে ছোট একটি উপসংহার লেখে ফেলুন।
ব্যস। হয়ে গেলো আপনার নিজের একটি ছোট লিখা।
এবার কয়েকবার লিখাটি পড়ুন। যদি কোনো লাইন পাল্টাতে চান, তাহলে তা করুন। আরও কিছু সংযোজন করতে চাইলে, তাও করতে পারেন।
সবশেষে কোনো প্রিন্ট বা অনলাইন প্রকাশনাকে আপনার লিখাটি টাইপ করার পর ইমেইল-এর মাধ্যমে পাঠিয়ে দিন।
কয়েকদিন অপেক্ষা করুন। প্রতিদিন ঐ প্রিন্ট বা অনলাইন প্রকাশনার ওয়েবসাইটে ঢুকুন এবং দেখুন আপনার লিখাটি প্রকাশিত হলো কিনা।
প্রকাশনাটি আপনাকে কোনো কারণে ছাপানোর/প্রকাশের ব্যাপারে ইমেইল-এর মাধ্যমে (বা ক্ষেত্র বিশেষে সামাজিক-মাধ্যমে/সোশাল-মিডিয়াতে) যোগাযোগ করতে পারে। তাই আপনার ইমেইল (এবং সামাজিক-মাধ্যম/সোশাল-মিডিয়া) প্রতিদিন চেক করুন।
Hits: 1510
You actually make it seem so easy with your presentation but I find this
matter to be really something that I think I would
never understand. It seems too complex and extremely broad for me.
I’m looking forward for your next post, I will try to get the
hang of it!
What’s up friends, how is the whole thing, and what you want to say about
this paragraph, in my view its really amazing in favor of me.
Saved as a favorite, I really like your blog!
Quality articles is the secret to attract the visitors to pay
a quick visit the web page, that’s what this site is providing.
Hey there just wanted to give you a quick heads up and let you know a few of the images aren’t loading correctly. I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different browsers and both show the same outcome.
It is in reality a nice and useful piece of info. I’m glad that you just shared this helpful information with us. Please keep us up to date like this. Thanks for sharing.
cbd online https://cbdoilwalmart.com/ – buy cbd cbd vape buy hemp
I?¦ve been exploring for a little for any high-quality articles or blog posts in this sort of space . Exploring in Yahoo I at last stumbled upon this site. Studying this info So i am glad to exhibit that I’ve an incredibly just right uncanny feeling I found out just what I needed. I so much undoubtedly will make certain to do not put out of your mind this web site and provides it a glance on a continuing basis.
Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
I like the valuable information you provide in your articles.
Thanks so much for the blog post.
I like this website very much, Its a very nice office to read and incur information.
I love looking through a post that can make people think. Also, many thanks for permitting me to comment!
https://bjdkgfsfhidhgvudbfjeguehfwhsfug.com
Mkfdkfjwsldjeifgheifnkehgjr
vndkfhsjfodkfc;sjgjdgokrpgkrp
bndljgoedghoekfpegorig
fihfowhfiehfoejogtjrir
Yndkfvhdjkfhke nkfnslkfn klfnklf
Oljgvkdfkndjvbgdjffsjdnkjdhf
Nkfhofjeojfoegoero ogeoegfeougeihigoohge igjeigheiogheiogheih giehdgoiehifoehgioheighe hfioeehfieohgeiodgnei hioehgioehfdkhgioehgi eodghioedhgieghiehgeuo
Nihdigheifjojfieui iihfishfiwsfhiwhfowhfh hfsdfhkdcndjkfhe klchsiofhwifhdvjdnj hkfhsfhifheuhguegheflkhe
Yfhsfheifhei hfhdfiehfiejfk fjeogjeogj ojgoedjodjvsclksfhszghLhekjb; ;dh jdjvndkjdfjsofjsofjosjfi fojsjdoskfsjfodgjdsghoi sdjfpfgspegjsodjvdhvgisd
Mfjefjojgidhvshg ihidhgiodhgirhgir hioihgdioghrigrigh ihgiogherihgirodvdks jsdjfsopejfovgjdksjosj joesjfoesjfsj;ifsjg
Ndjsfhjifekfhekdghior highdiofhidogheioghei gijhgoiehgiehgieh jfiheigheihgioe
Wohh precisely what I was looking for, appreciate it for putting up.